সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert

Get NID Card Online In Just 2 Minutes – www.ejobbd.com

Get NID Card Online for you

আজকে আমি দেখাতে চলেছি মাত্র ৫ মিনিটের মধ্যে নতুন ভোটারদের NID কার্ডের অনলাইন কপি পাওয়ার উপায়। তো চলুন শুরু করা যাক। Get NID Card Online In Just 2 Minutes

*১৮ বছর বয়স যাদের হয়নি তারা এখনই পোস্টটি স্কিপ করেন। এই ট্রিকের মাধ্যমে১৮ বছরের আগে NID কার্ডের অনলাইন কপি পাবেন না।  আপনারা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন। 

যা যা লাগবে :

১.ভোটার নিবন্ধন স্লিপের ফর্ম নাম্বার

২. জন্ম তারিখ

৩. একটি মোবাইল নাম্বার

৪. একটি ইমেইল একাউন্ট

চলেন এবার আসল কাজে যাই।

প্রথমেই এই লিংকে ক্লিক করুন।

ক্লিক করলে  নিচের স্ক্রিনশট এর মতো একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে   উপরে ফর্ম নাম্বার সিলেক্ট করাই থাকবে। ১ম বক্সটিতে  স্লিপ নম্বর, ২য় বক্সে জন্মদিন এবং ৩য় বক্সে  বাম পাশে দেখানো ক্যাপচা কোডটি হুবুহু লিখে  “ভোটার তথ্য দেখুন” এখানে ক্লিক করুন। Get NID Card Online In Just 2 Minutes

সকল সরকারি চাকরির তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে মোবাইলে রাখুন Android App: Jobs Exam Alert

এর পরেই আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের কিছু বিবরণীসহ  আইডি কার্ডের নম্বরটি দেখতে পাবেন লাল সংখ্যায়। এবার লাল সংখ্যার নাম্বারটি কপি করে নিন বা কোথাও লিখে রাখুন। Get NID Card Online In Just 2 Minutes

এন আইডি নাম্বার সংগ্রহ করা হয়ে গেলে উপরে রেজিস্ট্রার অপশনে ক্লিক করুন৷

*যারা ইতোমধ্যে আইডি নাম্বার পেয়েছেন কিন্তু অনলাইন কপি নিতে পারেননি তারা এখান থেকে শুরু করুন।     

“রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে চাই ”  এখানে ক্লিক করুন।

 

অতঃপর নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন এখানে সব তথ্য সঠিকভাবে পূরন করে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে পরিশেষে ক্যাপচা কোডটি দিয়ে “রেজিস্ট্রার” এ ক্লিক করুন।

*পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কমপক্ষে  একটি বড় হাতের অক্ষর,একটি ছোট হাতের অক্ষর এবং একটি সংখ্যা ব্যবহার করতে হবে। 

*পাসওয়ার্ড অবশ্যই ইংরেজিতে দিতে হবে। Get NID Card Online In Just 2 Minutes

“রেজিস্টার” এ ক্লিক করার পর সব তথ্য সঠিকভাবে দেওয়া হলে উপরে প্রদত্ত মোবাইল নাম্বারে একটি কোড যাবে, এবার কোডটি সংগ্রহ করে নিচের বক্সে বসিয়ে “রেজিস্ট্রার” এ ক্লিক করুন।

“রেজিস্টার” এ ক্লিক করার পর সব তথ্য সঠিকভাবে দেওয়া হলে উপরে প্রদত্ত মোবাইল নাম্বারে একটি কোড যাবে, এবার কোডটি সংগ্রহ করে নিচের বক্সে বসিয়ে “রেজিস্ট্রার” এ ক্লিক করুন।

অল ডান!হয়ে গেল আপনার একাউন্ট Activated  (স্বক্রিয়)।

এবার ১ম বক্সে সংগৃহীত আইডি নম্বর, জন্ম তারিখ এবং নতুন যে পাসওয়ার্ড টি দিয়ে ফরম পূরণ করেছিলেন সেটি দিন এবং বাম পাশে থাকা ক্যাপচা কোডটি হুবহু বসিয়ে দিয়ে “সামনে” এখানে ক্লিক করুন৷

এরপর ফরম পূরণের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি কোড যাবে। সেই কোডটি ফাকা ঘরে দিয়ে “লগইন” এ ক্লিক করুন।

লগিন এ ক্লিক করার পর আপনি আপনার NID ইনফরমেশন গুলো দেখতে পাবেন।

এবার অনলাইন কপিটি সংগ্রহ করার জন্য ডান কর্ণারে থাকা “পরিচয় বিবরণী” অপশনে ক্লিক করুন। ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড শুরু হবে।

ব্যাস পেয়ে গেলেন আপনার জাতীয় পরিচয় পত্রের অনলাইন কপি!

Top Related Post

About ejob 922 Articles
https://ejobbd.com/