BJSCCR Exam Question Solution 2026

BJSCCR Exam Question Solution 2026 has been published. Our educational team has solved the BJSC Secretariat Exam Question Solution 2026. Bangladesh Judicial Service Commission Secretariat Exam Question Solution 2026 is good news for job seekers in Bangladesh. All information on the BJSCCR Driver Exam Question Solution 2026 is available below. The Bangladesh Judicial Service Commission Secretariat is a renowned Government institution in Bangladesh.

 

 

BJSC Secretariat Exam Question Solution 2026:

Organization Name: Bangladesh Judicial Service Commission Secretariat

See more…

Organization Name: Bangladesh Judicial Service Commission Secretariat

Post Name And Vacancy:

1. Steno Typist Cum Computer Operator – 284

2. Bench Assistant – 35

3. Office Assistant Cum Computer Typist – 253

4. Driver – 22

5. Jarikarok (Notice Server) – 157

6. Office Sohayok (Office Support Staff) – 401

Total Vacancy: 1152

Exam Date: 03 January 2026

Exam Time Shift: 10:00 AM to 11:00 AM, 03:00 PM to 04:30 PM

Exam Centre: Dhaka

See/download Bangladesh Judicial Service Commission Secretariat Exam Question Solution 2026 from below:

প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

পদের নামঃ গাড়ি চালক (ড্রাইভার)

পরীক্ষার তারিখঃ ০৩ জানুয়ারি ২০২৬

পরীক্ষার প্রশ্নের মানঃ ৪০

পরীক্ষার সময়ঃ ৬০ মিনিট

‘ক’ বিভাগ (বাংলা) অংশের সমাধানঃ

১। একটি দর্শনীয় স্থানে আপনার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে দশটি বাক্য লিখুন।

গত ২০২৪ সালে জানুয়ারি মাসে শীতে আমরা পরিবার নিয়ে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকতে গিয়েছিলাম, যা ছিল আমাদের জন্য এক স্মরণীয় ভ্রমণ। সকালে ঢাকা থেকে বাসে যাত্রা শুরু হয়েছিল, আর পথের প্রাকৃতিক দৃশ্য দেখে মন আনন্দে ভরে উঠেছিল। সৈকতে পৌঁছে বিশাল সমুদ্রের ঢেউয়ের গর্জন আর শীতল বাতাস এক অন্যরকম অনুভূতি দিয়েছিল। আমরা বালিতে হেঁটেছি, ঝিনুক কুড়িয়েছি আর বালির ঘর বানিয়েছি, যা ছিল দারুণ মজার। সূর্যাস্তের সময় দিগন্ত রাঙা হয়ে উঠছিল, সেই দৃশ্য ক্যামেরায় ধরে রেখেছিলাম। স্থানীয় বাজারে ঘুরে বেড়িয়ে তাজা সামুদ্রিক মাছ ও সি-ফুড চেখে দেখেছি, যা ছিল সুস্বাদু। বন্ধুদের সাথে বা পরিবারের সাথে এমন ভ্রমণ নতুন স্মৃতি তৈরি করে এবং জীবনকে উপভোগ করতে শেখায়। এই ভ্রমণ আমাকে প্রকৃতির কাছাকাছি এনেছিল এবং জীবনের চাপ থেকে মুক্তি দিয়েছিল। নতুন জায়গায় গিয়ে নতুন খাবার ও মানুষের সাথে পরিচিত হওয়াও ছিল আনন্দের। কক্সবাজারের এই ভ্রমণ আমার জীবনে এক অমূল্য অভিজ্ঞতা হয়ে থাকবে, যা ভুলবার নয়। 

২। নিম্নের যে কোন ৪ টি প্রশ্নের উত্তর লিখুন:

(ক) সমার্থক শব্দ লিখুন।

অন্ধকার = তিমির

(খ) বিপরীত শব্দ লিখুন।

সুলভ = দুর্লভ

(গ) উক্তি পরিবর্তন করুন।

শিক্ষক বললেন, “কাল তোমাদের ছুটি থাকবে।” = শিক্ষক বললেন যে, পরদিন তাদের ছুটি থাকবে। 

(ঘ) এক শব্দে প্রকাশ/বাক্য সংক্ষেপ করুন।

অভিজ্ঞতার অভাব আছে যার। = অনভিজ্ঞ

(ঙ) অর্থ লিখে বাগধারা যোগে একটি বাক্য রচনা করুন।

তাসের ঘর = অত্যন্ত ক্ষণস্থায়ী

বিভাগ (ইংরেজি) অংশের সমাধানঃ 

৩. Write a paragraph on your profession/job.

A profession is a job at which someone works and for which they have had training. It is what they do to get money or a living. People often study for years to do their job. Examples of a profession would be a teacher or a lawyer. These are called “learned professions”. Sometimes “profession” only means learned professions, but sometimes the word may also be used for other jobs. Someone who works in a profession is called a Professional. I am a software engineer. I have always been fascinated by technology and the way it can solve complex problems. My interest in coding and software development started at a young age, and I have spent countless hours learning different programming languages and working on various projects. To become a successful software engineer, I plan to pursue a degree in computer science and gain practical experience through internships and personal projects. My ultimate goal is to work for a leading tech company where I can contribute to innovative projects and make a positive impact on the world.

8: Translate into Bangla:

Our life is short, but we have to do many things. Human life is nothing but a collection of moments. So, we must not spend a single moment in vain. To waste time is to shorten life.

আমাদের জীবন ছোট, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। মানব জীবন মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছুই নয়। তাই, আমাদের একটি মুহূর্তও বৃথা ব্যয় করা উচিত নয়। সময় নষ্ট করা মানে জীবনকে ছোট করা।

‘গ’ বিভাগ (গণিত) অংশের সমাধানঃ

৫। নিম্নের যে কোন ৫টি প্রশ্নের উত্তর দিন।

(ক) গোলাকার ৪০০ মিটার মাঠে একজন দৌড়বিদ ২৪ চক্কর দৌড়ালে, সে কত কিলোঠায়। দূরত্ব অতিক্রম করবে?

উত্তরঃ ৯.৬ কি.মি.

(খ) ঢাকা থেকে দিনাজপুরের দূরত্ব ৩৩০ কি:মি:। একটি বাস ৭ ঘন্টায় ঢাকা থেকে দিনাজপুরে পৌঁচ্ছায়। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি করে। ঘন্টায় বাসটির গড় গতিবেগ কত?

উত্তরঃ ৫৫ কিমি/ঘণ্টা

(গ) ১ ইঞ্চি ২.৫৪ সেন্টিমিটার এবং ১ একর ৪৮৪০ বর্গগজ হলে ১ একরে কত বর্গমিটার?

উত্তরঃ ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)

(ঘ) একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সেন্টিমিটার এবং উচ্চতা ১ মিটার হলে বাক্সটির আয়তন কত?

উত্তরঃ ৩ ঘন মিটার

(ঙ) 3x+5y এর বর্গ নির্ণয় করুন।

উত্তরঃ 92+30+252

(5) a+b=৪ এবং ab=15 হলে a²+b² এর মান নির্ণয় করুন।

উত্তরঃ 34 

‘ঘ’ বিভাগ (টেকনিক্যাল/সাধারণ জ্ঞান) অংশের সমাধানঃ

৬। নিম্নের যে কোন ১০টি প্রশ্নের উত্তর দিন:

(ক) হাইব্রিড গাড়ি কী?

উত্তরঃ হাইব্রিড গাড়ি হলো এমন একটি যান যা দুটি ভিন্ন শক্তির উৎস—একটি জ্বালানি ইঞ্জিন (পেট্রোল/ডিজেল) এবং একটি বৈদ্যুতিক মোটর—একসাথে ব্যবহার করে চলে, যার ফলে জ্বালানি সাশ্রয় হয় ও দূষণ কমে; এতে ব্যাটারি এবং ইঞ্জিন স্বয়ংক্রিয়ভাবে শক্তি ভাগ করে নেয়, যা যানটিকে আরও পরিবেশবান্ধব ও সাশ্রয়ী করে তোলে। 

(খ) BRTA এর পূর্ণরুপ কী?

উত্তরঃ Bangladesh Road Transport Authority

(গ) বর্তমানে বলবৎ সড়ক পরিবহন আইনটি কত সালে প্রণীত?

উত্তরঃ বর্তমানে বলবৎ সড়ক পরিবহন আইনটি ২০১৮ সালে প্রণীত হয়েছে, যা ২০১৮ সালের ৮ অক্টোবর তারিখে গেজেটভুক্ত হয় এবং পরবর্তীতে ১ নভেম্বর, ২০১৯ থেকে এটি কার্যকর করা হয়েছে।

(ঘ) মহাসড়কে যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কত?

উত্তরঃ মহাসড়কে (জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়ে) যাত্রীবাহী হালকা যানবাহন যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস ও বাসের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার, আর মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার (এক্সপ্রেসওয়েতে) বা ৫০ কিলোমিটার (জাতীয় মহাসড়কে) নির্ধারণ করা হয়েছে। 

(ঙ) ডিপস্টিক কী?

উত্তরঃ “ডিপস্টিক” হল নরফোক, ভার্জিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেস কনস্ট্রাকশন টেকনোলজিস দ্বারা নির্মিত একটি প্রোফাইলিং ডিভাইসের ট্রেড নাম। কংক্রিটের ফ্লোর স্ল্যাব এবং ফুটপাথের সমতলতা এবং সমতলতা পরিমাপ করতে ছয়টি মহাদেশের ৬৬টি দেশে যন্ত্রটি ব্যবহার করা হয়।

(চ) বাংলাদেশের জাতীয় কবি কে?

উত্তরঃ কাজী নজরুল ইসলাম

(ছ) রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ কোথায় অবস্থিত?

উত্তরঃ রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ঢাকার রমনা থানার মিন্টো রোডে অবস্থিত। 

(জ) কারফিউ বা সান্ধ্য আইনে ন্যূনতম কতজন মানুষের একত্রে জমায়েত নিষিদ্ধ?

উত্তরঃ সাধারণত চার বা তার বেশি মানুষ। 

(ঝ) গুগল ম্যাপ কী?

উত্তরঃ গুগল ম্যাপ (Google Maps) হলো গুগলের তৈরি একটি জনপ্রিয় ওয়েব সার্ভিস যা বিশ্বজুড়ে ভৌগোলিক তথ্য, স্যাটেলাইট চিত্র, রাস্তার ম্যাপ এবং রিয়েল-টাইম ট্রাফিক আপডেটসহ দিকনির্দেশনা প্রদান করে, যা ব্যবহারকারীকে গাড়ি, বাইক, হাঁটা বা পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সাহায্য করে এবং বিভিন্ন স্থান ও ব্যবসার তথ্য খুঁজে পেতে সহায়তা করে। 

(ঞ) বাংলাদেশের সর্বাপেক্ষা পূর্বদিকের জেলা কোনটি?

উত্তরঃ বাংলাদেশের সর্বাপেক্ষা পূর্বদিকের জেলা হলো বান্দরবান। 

(ট) বাংলাদেশের একটি ‘দ্বীপ উপজেলা’ এর নাম লিখুন।

উত্তরঃ বাংলাদেশের একটি দ্বীপ উপজেলা হলো মহেশখালী (কক্সবাজার জেলায় অবস্থিত)।

BJSCCR Exam Question Solution 2026

So now check the BJSCCR Exam Question Solution 2026 given below. There are offered various position. So If you think your educational qualification and required experiences are match with any of the jobs position then don’t late applying. To apply the jobs To apply correctly please read the BJSCCR Exam Question Solution 2026 given below. Then open the desired jobs applying link. Then read the application form carefully. If you think you understand clearly the jobs applying form then start filling carefully. But never mistake filling your name, birth date and others personal information otherwise application may cancelled. Also please inform your nearest friends about the BJSCCR Exam Question Solution 2026.